ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
৪৬৯

 ওয়ানডে  ক্রিকেটে প্রথম সেঞ্চুরি শারমিন সুপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ২৩ নভেম্বর ২০২১  

দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে দেশের নারী ক্রিকেট। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের বাংলাদেশ দলের পক্ষে  শারমিন আক্তার সুপ্তা সেঞ্চুরি করেছেন।

এটি বাংলাদেশের নারী ক্রিকেটে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সালমা খাতুন ও রুমানা আহমেদের সর্বোচ্চ ইনিংস ছিল। 


জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান। 

প্রথমে ব্যাট করতে নেমে শারমিনের অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে বাংলাদেশের ব্যাটাররা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর